মো. দরাজ আলী, মুক্তাগাছা : ময়মনসিংহের মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে কাটবওলা জনতা উচ্চ বিদ্যালয় হল রুমে বৃহপতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় ইসলামিক রিলিফ বাংলাদেশ এর উদ্যোগে নলকূপ মেরামত এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক অরিয়েন্টশন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইউনিয়ন মেকানিক মোঃ মোবারক হোসেন, ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহকারী প্রকল্প অফিসার পলাশ কুমার সাহা ও সহকারী প্রকল্প অফিসার মোঃ সোহেল হোসেন। অরিয়েন্টশনে ১০জন নারী ও ১০জন পুরুষ অংশ নেয়। অরিয়েন্টেশন শেষে এদেরকে টুল বক্স বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটি ইসলামিক রিলিফ জার্মানি এর অর্থায়নে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সংস্থাটি মুক্তাগাছা উপজেলায় দাওগাঁও, ঘোগা, বড়গ্রাম, দুল্লা এই ৪টি ইউনিয়নে কাজ করে আসছে। প্রতিটি ইউনিয়নে ৫০টি ডিপ সেট পাম্প এবং ১১৫টি লেট্রিন নির্ধারিত সুবিধা ভোগীদের মাঝে বিতরণ করা হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশ সংস্থাটির সেইফ ওয়াশ প্রকল্প গত অক্টোবর ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত কাজ করে যাবে বলে জানা যায়।