• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

প্রথম সপ্তাহেই মিশন: ইমপসিবল ৮’র ২০০ মিলিয়ন আয়

প্রভাত রিপোর্ট / ৫০ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

প্রভাত বিনোদন: গত ২৩ মে বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে টম ক্রুজ অভিনীত ‘মিশন: ইমপসিবল—দ্য ফাইনাল রেকনিং’। মুক্তির প্রথম সপ্তাহ শেষ না হতেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২০০ মিলিয়ন ডলারের বেশি। আইএমডিবি, মিডিয়ামডটকম এ তথ্য জানিয়েছে।
১৯৯৬ সালে মুক্তি পেয়েছে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। এবারের সিনেমাটির মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি তিন দশকে পা রাখল। প্রথম সিনেমা মুক্তির সময় টম ক্রুজের বয়স ছিল ৩৩, আগামী ৩ জুলাই তিনি ৬৩–তে পা রাখবেন। ১৯৯৬ সালে মুক্তি পেয়েছে ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির প্রথম কিস্তি। এবারের সিনেমাটির মাধ্যমে এই ফ্র্যাঞ্চাইজি তিন দশকে পা রাখল। প্রথম সিনেমা মুক্তির সময় টম ক্রুজের বয়স ছিল ৩৩, আগামী ৩ জুলাই তিনি ৬৩–তে পা রাখবেন। বলা হচ্ছে, এবারের ছবিতে টম ক্রুজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট রয়েছে। সেটি হলো সাবমেরিন ডাইভ। ছবিতে টম ক্রুজকে দেখা যাবে এক ভয়ংকর জলের নিচের দৃশ্যে, যেখানে তিনি অভিনয় করেছেন একটি ৮৫ লাখ লিটার পানির ট্যাংকে, যা একডুবে যাওয়া সাবমেরিনের পরিবেশ তৈরি করেছে। দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে, শুটিং চলাকালে প্রায় শ্বাসরোধের পরিস্থিতিতে পড়েছিলেন ক্রুজ। আইএমডিবি
বলা হচ্ছে, এবারের ছবিতে টম ক্রুজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্টান্ট রয়েছে। সেটি হলো সাবমেরিন ডাইভ। ছবিতে টম ক্রুজকে দেখা যাবে এক ভয়ংকর জলের নিচের দৃশ্যে, যেখানে তিনি অভিনয় করেছেন একটি ৮৫ লাখ লিটার পানির ট্যাংকে, যা একডুবে যাওয়া সাবমেরিনের পরিবেশ তৈরি করেছে। দৃশ্যটি এতটাই তীব্র ছিল যে, শুটিং চলাকালে প্রায় শ্বাসরোধের পরিস্থিতিতে পড়েছিলেন ক্রুজ।
আরও একটি শ্বাসরুদ্ধকর স্টান্টে, টম ক্রুজ চড়েছেন একটি বাইপ্লেনের ওপরে—সেটিও আবার ঘণ্টায় ১২০ থেকে ১৩০ মাইল গতিতে উড়ছিল। সেই তীব্র গতির বাতাসে নিশ্বাস নেওয়াই হয়ে উঠেছিল চ্যালেঞ্জিং। এমনকি একাধিকবার জ্ঞান হারিয়েছেন বলেও জানা গেছে। আরও একটি শ্বাসরুদ্ধকর স্টান্টে, টম ক্রুজ চড়েছেন একটি বাইপ্লেনের ওপরে—সেটিও আবার ঘণ্টায় ১২০ থেকে ১৩০ মাইল গতিতে উড়ছিল। সেই তীব্র গতির বাতাসে নিশ্বাস নেওয়াই হয়ে উঠেছিল চ্যালেঞ্জিং। এমনকি একাধিকবার জ্ঞান হারিয়েছেন বলেও জানা গেছে।
প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বাজেট নিয়ে ‘দ্য ফাইনাল রেকনিং’ এখন পর্যন্ত ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি ও প্যারামাউন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি। প্রায় ৪০০ মিলিয়ন ডলারের বাজেট নিয়ে ‘দ্য ফাইনাল রেকনিং’ এখন পর্যন্ত ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজি ও প্যারামাউন্টের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি। ছবির প্রচার শুরুই হয় বিতর্ক দিয়ে। চলতি মাসের শুরুর দিকে সিনেমার প্রচারে দক্ষিণ কোরিয়ার সিওলে গিয়েছিলেন টম ক্রুজ। সঙ্গে ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সিওলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিদেশি নির্মিত চলচ্চিত্রে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন ওঠে। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দেন হলিউড তারকা টম ক্রুজ। তিনি বলেন, ‘আমরা সিনেমা নিয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি আগ্রহী। ধন্যবাদ।’ এএফপি
ছবির প্রচার শুরুই হয় বিতর্ক দিয়ে। চলতি মাসের শুরুর দিকে সিনেমার প্রচারে দক্ষিণ কোরিয়ার সিওলে গিয়েছিলেন টম ক্রুজ। সঙ্গে ছিলেন সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। সিওলে সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিদেশি নির্মিত চলচ্চিত্রে শুল্ক আরোপ নিয়ে প্রশ্ন ওঠে। তবে আলোচনার মোড় ঘুরিয়ে দেন হলিউড তারকা টম ক্রুজ। তিনি বলেন, ‘আমরা সিনেমা নিয়ে প্রশ্নের উত্তর দিতে বেশি আগ্রহী। ধন্যবাদ। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেখানে হাজির হয়ে উৎসব জমিয়ে দেন টম ক্রুজ। হাসিমুখে নানা ভঙ্গিতে পোজ দেন ছবির জন্য। চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। সেখানে হাজির হয়ে উৎসব জমিয়ে দেন টম ক্রুজ। হাসিমুখে নানা ভঙ্গিতে পোজ দেন ছবির জন্য।
সমালোচকেরা ছবিটির প্রশংসা করেছেন। ভ্যারাইটি বলছে, এ সিনেমায় নিজেকেই যেন ছাড়িয়ে গেছেন টম ক্রুজ। সংবাদমাধ্যমটি সিনেমা সম্পর্কে লিখেছে, ‘৩০ বছর ধরে চলা এই সিরিজের সিনেমায় প্রতিবারই পর্দায় পাওয়া যায় বেপরোয়া টমকে। এবার যেন টম ক্রুজ নিজেকেই ছাড়িয়ে গেছেন। শুধু চোখধাঁধানো স্টান্ট নয়, চরিত্রের ভেতরের ভয় আর সংকল্পকে মেলে ধরেছেন অবিশ্বাস্য পরিমিতিতে।
সমালোচকেরা ছবিটির প্রশংসা করেছেন। ভ্যারাইটি বলছে, এ সিনেমায় নিজেকেই যেন ছাড়িয়ে গেছেন টম ক্রুজ। সংবাদমাধ্যমটি সিনেমা সম্পর্কে লিখেছে, ‘৩০ বছর ধরে চলা এই সিরিজের সিনেমায় প্রতিবারই পর্দায় পাওয়া যায় বেপরোয়া টমকে। এবার যেন টম ক্রুজ নিজেকেই ছাড়িয়ে গেছেন। শুধু চোখধাঁধানো স্টান্ট নয়, চরিত্রের ভেতরের ভয় আর সংকল্পকে মেলে ধরেছেন অবিশ্বাস্য পরিমিতিতে।
সিনেমার সাফল্য উপলক্ষে গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ছবির সহকর্মী থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টম ক্রুজ।
বিবৃতিতে তিনি লিখেছেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ দুনিয়ার নানা প্রান্তে ছড়িয়ে থাকা দর্শকদের, যাঁদের জন্যই আমরা কাজ করি, যাঁদের বিনোদন দিতে পারাই আমাদের ভালোবাসা।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও