• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম

গাইবান্ধায় বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র জাহিদ হাসানের ওপর হামলা

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

মো.নজরুল ইসলাম, গাইবান্ধা : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলা হয়েছে। সোমবার ( ৯ জুন) রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে গাইবান্ধা-কালিরবাজার সড়কের বোয়ালী খেয়াঘাট এলাকায় তাঁর পথরোধ করে হামলা করা হয়। ওইদিন রাতে তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার আইডিতে তিনি লেখেন, “আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের উপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন সেখান থেকে আমাদের উদ্ধার করে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। সুস্থ আছি।” জাহিদ হাসান জীবন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র।
জাহিদ হাসান জীবন বলেন, গাইবান্ধা শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে এসে পৌঁছালে হঠাৎ একটি বাইক তাদের পথরোধ করে। এসময় ওই বাইকে থাকা তিনজনের একজন আমার মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে তাদের হেলমেট খুলে সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়। তিনি বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। বর্তমানে আমি এনসিপি নিয়ে কাজ করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে প্রতিহিংসামূলকভাবে এ হামলা হয়ে থাকতে পারে। জাহিদ হাসান জীবন সংশয় প্রকাশ করে বলেন, আমার ওপর আরও হামলা হতে পারে। এ ব্যাপারে মঙ্গলবার আমি আইনগত পদক্ষেপ নিবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও