• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম

তিতাসে অপহরন মামলার আসামী গ্রেফতার

প্রভাত রিপোর্ট / ৯৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লা জেলার তিতাস উপজেলার লালপুর গ্রামে গত ১১ মে এক স্কুল ছাত্রী (১৫) টিফিনের ছুটিতে বাড়ি এসে স্কুলে যাওয়ার সময় লালপুর বাজারে ফারুক মিয়া (২১) সহ অজ্ঞাত ৪/৫ জন তাকে আপত্তিকর অঙ্গভঙ্গি দেখায় এবং ইভটিজিং করে। ভিকটিম লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রী। ইতিপূর্বে বিবাদী ফারুক মিয়া (২১)সহ অজ্ঞাতনামা ৪/৫ জন ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে উত্ত্যক্ত করত এবং অশালীন অঙ্গভঙ্গি দেখানোসহ তার পড়ার রুমে বিভিন্ন সময় জানালা দিয়ে চিরকুট নিক্ষেপ করতো।
পরবর্তীতে গত ২৭/০৫/২০২৫ইং, সময়-দুপুর অনুমান ০১.৫০ ঘটিকায় ভিকটিম লালপুর ঈদগাহ এর পূর্বে বড় মাঠের সামনে পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় ১নং বিবাদীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদী ভিকটিমকে অপহরণের উদ্দেশ্য তার গতিরোধ করে চোখে পেপার স্প্রে করে জোর পূর্বক অজ্ঞাতনামা সিএনজিতে উঠাইয়া হাত পা বাধে, মুখে কস্টেপ দ্বারা পেচিয়ে মুখ বন্ধ করে এবং তাকে মারধর করে জখম করে। একপর্যায়ে বিবাদীরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়ার জন্য লালপুর গ্রামের দক্ষিন পাশে গোমতী নদী সংলগ্ন মোতালেব মিয়ার ধইঞ্চা ক্ষেতের ভিতর নিয়া যায়। সেই সময় ১জননোরী গোসল করার জন্য নদীর ঘাটের দিকে আসতে দেখে সকল বিবাদীরা ভিকটিমকে বাধা অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে তিতাস থানার মামলা নং-১০, তারিখ ১৮/০৬/২০২৫, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১০/৭/৩০ তৎসহ ৩২৩/৩০৭ পেনাল কোড রুজু হয়েছে এবং এজাহারনামীয় আসামী ফারুক মিয়া (২১), কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও