শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

ঢাকা ওয়াসায় দুর্নীতি করার খুব একটা সুযোগ নেই 

প্রকাশিত - ০৯ জুন, ২০২৪   ০১:০০ এএম
webnews24

প্রভাত রিপোর্ট : ঢাকা ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার রায় বলেছেন, ঢাকা ওয়াসায় দুর্নীতি করার এখন খুব একটা সুযোগ নেই। আমরা গ্রাহকদেরকে মেসেজের মাধ্যমে তাদের তথ্য উপাত্ত সংগ্রহ ও সমাধান করার চেষ্টা করি। যদি মনে হয় ঢাকা ওয়াসার কোথাও দুর্নীতি হচ্ছে তাহলে তার সঠিক তথ্য নিয়ে আসেন, আমরা তার জবাব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শনিবার বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকা ওয়াসার চলমান উন্নয়ন জ্বালানি ও পানির মূল্য সমন্বয় নাগরিকদের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

উত্তম কুমার রায় বলেন, আমরা খাবার পানি সরবরাহ করে থাকি। কিন্তু গ্রাহকের অসচেতনতা ও সাপ্লাই পাইপলাইনে লিকেজ থাকায় গ্রাহক খাবার পানি পাচ্ছে না বা দুর্গন্ধযুক্ত পানি পাচ্ছে এই অভিযোগ অস্বীকার করার মতো নয়। আমাদের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে আশা রাখি শতভাগ সুপেয় পানি গ্রাহককে উপহার দিতে পারব। আলোচনায় সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী বদরুল আলম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য প্রকৌশলী মকবুল ইলাহী চৌধুরী, সিপিপির সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্সসহ আরও অনেকে।

আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সাবেগ উপপরিচালক প্রকৌশলী বেলায়েত হোসেন, পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, সংগঠনের যুগ্ম আহ্বায়ক লায়ন সাব্বির আহমেদ হাজরা, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, ডাক্তার আমিনুল ইসলাম প্রমুখ। 
প্রভাত/আসো
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন