শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Proval Logo

পৌর মেয়র মজিবুর রহমানের  পুনর্বহালের দাবিতে সমাবেশ

প্রকাশিত - ২১ আগস্ট, ২০২৪   ০৬:৪৭ পিএম
webnews24

প্রভাত সংবাদদাতা, কালিয়াকৈর : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমানের স্ব-পদে  পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কালিয়াকৈর পৌর ও উপজেলার নাগরিক সমাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। গাজীপুরের চন্দ্রায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে শিল্প পতি এরশাদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা এমদাদুল হক, সাইজুদ্দিন, পৌরসভার সাবেক কাউন্সিলর সামসুল আলম সরকার,কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল,মিজানুর রহমান শেলী,হযরত আলী মিলন,আমজাদ হোসেন,আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন খান হারুন অর রশিদ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কালিয়াকৈর উপজেলা সমন্বয়ক সিহাব হোসেন,শিক্ষকদের সমন্বয় কারি ইসতিয়াক হোসেন,ছাত্র সমাজের পক্ষে তুহিন সহ বিভিন্ন নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তুলে বলেন, যেহেতু স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল তাই একযোগে দেশের সকল পৌর ও সিটি কর্পোরেশন মেয়রদের অপসারণ করা হয়েছে। কিন্তুু কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান দীর্ঘ বিশ বছর যাবৎ দিন রাত পরিশ্রম করে কালিয়াকৈর পৌরসভাকে একটি উন্নত পৌরসভায় রূপান্তরিত করেছেন,তাই পৌর বাসীর সেবা অব্যাহত রাখতে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের কাছে সদ্য অপসারণকৃত পৌর মেয়র মুজিবুর রহমানের স্ব-পদে পুনর্বহাল অথবা প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পৌরবাসীর সেবা নিশ্চিতের দাবি জানান। মুজিবুর রহমানের স্ব পদে পুনর্হবহালের দাবিতে বিক্ষোভ ও সমাবেশের সভাপতি হাজী রিয়াজ উদ্দিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন