বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
Proval Logo

পুনর্বহালের দাবিতে যমুনার সামনে অবস্থান ভাইস চেয়ারম্যানদের

প্রকাশিত - ২৫ আগস্ট, ২০২৪   ০৯:০৩ পিএম
webnews24

প্রভাত রিপোর্ট : পদে পুনর্বহালের দাবিতে স্মারকলিপি নিয়ে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে বিক্ষোভ করছেন সারা দেশের অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যানরা। গতকাল রবিবার দুপুরে এই বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে তারা জনপ্রতিনিধি হয়েছেন। তাদের অবৈধভাবে অপসারণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করতে হবে। এর আগে সকাল ১০টা দিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানরা প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে যমুনার সামনে আসেন। পরে তাদের ভেতরে ঢুকতে না দেওয়ায় তারা সেখানে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও সমন্বয়ক মো. আবদুস সবুর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করেছে। এটা বৈষম্যমূলক, আইনের কোনও বিধান নেই। আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। যার মধ্যে ৮০ শতাংশ স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমরা কোনও দল থেকে আসিনি। নির্বাচনের মাত্র দুই মাসের মাথায় আমাদের অপসারণ করা হয়েছে। তাই পুনর্বহালের দাবিতে আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে এসেছি। তিনি আরও বলেন, সারা দেশে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান রয়েছেন। আজ দাবি নিয়ে আমরা চার শতাধিক ভাইস চেয়ারম্যান এসেছি। আমাদের দাবি খুবই স্পষ্ট। যেহেতু জেলা পরিষদের চেয়ারম্যান ও মেয়রদের অপসারণ করা হয়েছে, পৌরসভার কাউন্সিলর বা জেলা পরিষদের সদস্যদের অপসারণ করা হয়নি; উপজেলা পরিষদও বাতিল করা হয়নি। তাহলে আমাদের অপসারণ করা হলো কেন? এর আগে গত ১৬ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৯৮৮ জন উপজেলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪৯৪ জন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সংবাদ সম্মেলনে অসত্য তথ্য পরিবেশনের তীব্র প্রতিবাদ
সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা