প্রভাত বিনোদন : ঈদ যেতেই লেগে যায় বিয়ের ধুম। সে দিক থেকে ব্যতিক্রম নয় দেশের তারকারাও। দুই-এক দিনের ব্যবধানে পর পর বিয়ে দেখল শোবিজঅঙ্গন। যেমন, অভিনেতা শামীম হাসান সরকার বিয়ে করেন গত শুক্রবার। একইদিনে আবার সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান। তাদের সকলের বিয়েতে উচ্ছ্বসিত যেন ভক্তরাও।
তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। অভিনেত্রী মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে অভিনেতার দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেল এবার। এদিকে অভিনেতা নিজে বিয়ের খবর নিশ্চিত করলেও তার আগে সামাজিক মাধ্যমে তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু। রবিবার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। এদিন রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’। ভক্তদের পাশাপাশি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন শিল্পীরাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেতা রওনক হাসান, অভিনেত্রী শাহনাজ খুশি, সালহা খানমস নাদিয়াসহ অনেকে।
জামিলের স্ত্রী মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার অভিনেতা জামিল হোসেন। শোনা যাচ্ছে, পর্দার পরিচিতি মুখ মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে দীর্ঘ সময়ের প্রেম ছিল অভিনেতার; অবশেষে তা রূপ নিল পরিণয়ে। রবিবার রাতে সামাজিক মাধ্যমে জামিল-মুনমুনের বিয়ের একটি ভিডিও প্রকাশ্যে আনেন অভিনেত্রী মনিরা মিঠু। এদিনই নাকি দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। ভিডিওতে দেখা যায়, লাল ট্র্যাডিশনাল শাড়ি পরে রয়েছেন মুনমুন, সাদা শেরওয়ানি পরেছেন জামিল। দুজনের মুখেই হাসি। এ সময় মুনমুনের হাতে আংটি পরিয়ে দিলেন জামিল। এরপর অভিনেতা জামিল ও মুনমুন- তারা দুজনেই তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আনেন। জামিল হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ এরপর মুনমুন তার প্রোফাইল থেকেও ছবি পোস্ট করেন। লেখেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’ সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্তরা। স্ত্রী মুনমুনের সঙ্গে একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন জামিল। সেখান থেকেই নাকি ছিল তাদের পরিচয়। এরপর একসঙ্গে একটি রোম্যান্টিক গানেও পর্দা ভাগ করেছেন তারা।
জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি। বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।
শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন। মুনমুন আহমেদ মুনের বর্তমানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা দুই লক্ষ ছুঁই ছুঁই।এছাড়াও ইনস্টাগ্রামেও রয়েছে তার ব্যাপক অনুসারী। প্রায় তিন লাখ অনুসারীদের কাছে সেখানে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন মুনমুন।