• মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে জলবায়ু অভিযোজন পরিকল্পনা অনুমোদন সভা অনুষ্ঠিত রিকশা চালিয়ে বিদায়ী শুভেচ্ছা জার্মান রাষ্ট্রদূতের বেশিরভাগ জমি এখনও টেকসই চাষের বাইরে : বিবিএস নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন : মির্জা ফখরুল অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভবিষ্যতে এ ধরনের সমস্যায় যেতে হবে না: এনবিআর চেয়ারম্যানের আটক হওয়া বাংলাদেশিরা আইএসের সঙ্গে যুক্ত: মালয়েশীয় পুলিশ মহাপরিদর্শক ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কখনোই বন্ধ হবে না : ইরাভানি নাজিরপুর উপজেলা যুবদলের আনন্দ মিছিল ও র‍্যালি

এবার ‘রাজা শিবাজি’ হয়ে আসছেন রিতেশ, বিশ্বজুড়ে মুক্তি

প্রভাত রিপোর্ট / ৪৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

প্রভাত বিনোদন : চলতি বছর বলিউডের বক্স অফিস মাতিয়েছে ‘ছাবা’ সিনেমা। এতে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসা পেয়েছেন ভিকি কৌশল। এবার সম্ভাজির বাবা রাজা শিবাজিকে নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। বিগ বাজেটের সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করবেন রিতেশ দেশমুখ।
ভারতের অন্যতম বৃহৎ স্টুডিও জিও স্টুডিওস এবং মুম্বাই ফিল্ম কোম্পানি ছবিটির ঘোষণা দিয়েছে। আগামী বছরের মহারাষ্ট্র দিবসে (১ মে) বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘রাজা শিবাজি’ নামের একটি ঐতিহাসিক অ্যাকশন মহাকাব্যিক সিনেমাটি। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করবেন রিতেশ।
এরইমধ্যে বর্ণাঢ্য এক স্টারকাস্ট নিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে। বর্তমানে মুম্বাই ও মহারাষ্ট্রের ওয়াই অঞ্চলে চলছে ছবির শুটিং। এই ছবিটি একযোগে মারাঠি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালায়ালম ভাষায় মুক্তি পাবে। ভারতবর্ষের অন্যতম শ্রদ্ধেয় বীর ছত্রপতি শিবাজি মহারাজের জীবনগাথা স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছানোর লক্ষেই সিনেমাটি বহু ভাষায় মুক্তি দেয়া হবে। ‘রাজা শিবাজি’ চিত্রায়িত করবে কিশোর শিবাজি ভোঁসলে কিভাবে সমসাময়িক সাম্রাজ্যগুলোর বিরুদ্ধে বিদ্রোহ করে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং ‘স্বরাজ্য’ বা আত্মনিয়ন্ত্রণের স্বপ্ন বপন করেন তার নাটকীয় ইতিহাস।
ছবিটিতে রিতেশ ছাড়াও অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মাঞ্জরেকর, সচিন খেডেকর, ভাগ্যশ্রী, ফরদিন খান, জিতেন্দ্র যোশী এবং আমোল গুপ্তের মতো হিন্দি সিনেমার রথি মহারথিরা। এর প্রযোজক হিসেবে যুক্ত রিতেশের স্ত্রী জেনেলিয়াও একটি গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয় করেছেন। ধারণা করা হচ্ছে, শিবাজির স্ত্রীর চরিত্রেই হাজির হবেন জেনেলিয়া। ছবির সংগীত পরিচালনা করবেন অজয়-অতুল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও