• মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

পীরগঞ্জে পাটচাষী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রভাত রিপোর্ট / ৯৫ বার
আপডেট : রবিবার, ২৫ মে, ২০২৫

মো. রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাটচাষী কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে রবিবার সকাল সাড়ে ৯ ঘটিকায় উপজেলা পরিষদ হলরুমে “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ মালাকারের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান আরা, দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নেহা রঞ্জন রায় ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ফিরিজুল ইসলাম। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাট চাষিদের উদ্দেশ্যে সু-পরামর্শমূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের প্রশাসন ও হিসাব বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালক কামালউদ্দিন।
দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষকগণ পাটের ভালো ফলনে করনীয় এবং পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক ও পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেয়া হচ্ছে। পাট থেকে এখন ঢেউটিন তৈরি হয় যা শত বছরেও মরিচা ধরবেনা। পাটখড়ি থেকে উন্নতমানের কালি তৈরি ও পাট পাতা দিয়ে চা তৈরি করে খেলে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণসহ প্রাণঘাতী ক্যান্সারের প্রতিরোধক হিসেবেও কাজ করবে। পাট অর্থকরী ফসল ও সোনালী আঁশ নামে খ্যাত। তাই বেশি বেশি করে পাটচাষে আগ্রহী হবার জন্য সকলকে আহ্বান জানান তারা।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার মোট ৭৫ জন পাটচাষী অংশ গ্রহণ করেন। শেষে প্রশিক্ষনার্থী পাট চাষিদের একটি করে পাটের ব্যাগ, দুপুরের খাবার ও যাতায়াত বাবদ পাঁচশত টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও