সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

ভারতের জাতীয় পুরস্কার  পেল অপরাজিত

প্রকাশিত - ১৭ আগস্ট, ২০২৪   ০৮:১৮ পিএম
webnews24

প্রভাত বিনোদন  : ভারতের জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলা সিনেমার জয়জয়কার। ৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে জোড়া পুরস্কার পেলেন পরিচালক অনিক দত্তের, সত্যজিৎ রায়ের ওপর নির্মিত জিতু কমল অভিনীত সিনেমা অপরাজিত। সেরা মেকআপ এবং প্রোডাকশন ডিজাইন বিভাগে দুটি জাতীয় পুরস্কার এসেছে অপরাজিত’র কাছে।
এছাড়াও কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত কাবেরী অন্তর্ধান সেরা সিনেমার পুরস্কার জিতেছে। করোনা পরিস্থিতির জেরে দুইবছর বন্ধ ছিল জাতীয় পুরস্কার বিতরণের অনুষ্ঠান। সে অনুযায়ী ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমাগুলো ছিল তালিকায়। অনিক দত্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায় টলিউডকে এনে দিলেন সম্মানীয় এই পুরস্কার। এই মঞ্চে টলিউডের পাশাপাশি দাপট বজায় রেখেছে দক্ষিণ ইন্ডাস্ট্রিও। কান্তারা পেয়েছে সেরা অভিনেতার পুরস্কার। মালয়ালি সিনেমা ‘আত্তম’ জিতে নিয়েছে সেরা সিনেমার শিরোপা।
অন্যদিকে, সেরা হিন্দি সিনেমার পুরস্কার পেলো গুলমোহর। এ আর রহমান এবং প্রীতম পেলেন সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার। ব্রহ্মাস্ত্র ছবির জন্য সেরা প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন অরিজিৎ সিং।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন