শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

হিনা খানের আসুন সুস্থ হয়ে ফিরি

প্রকাশিত - ০৩ জুলাই, ২০২৪   ০৮:১৮ পিএম
webnews24

প্রভাত বিনোদন : হিনা খানের অসুস্থ হবার কথা সবার জানা হয়ে গেছে। হঠ্যাৎ হিনার ক্যানসারে আক্রান্ত হবার খবর সবাইকে আহত করে। এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে হিনা নিজেই জানিয়েছিলেন তার স্তন্য ক্যানসারে আক্রান্তের খবর। স্টেজ ৩ স্ত্যন ক্যানসারে আক্রান্ত তিনি। এবার এই অভিনেত্রী আবারও আলোচনায়। একজন মানুয়ের মানসিক মনোবল কতটা দূঢ় হলে এমন শক্ত থাকা যায় তার উদাহরণ হিনা খান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সেখান থেকেই সোজাসুজি সোমবার হাসপাতালে গিয়েছিলেন হিনা। তিনি জানতেন তিনি অ্যাডভান্স স্টেজে রয়েছেন। মানসিক ভাবে একটুও ভেঙ্গে পরেননি। বরং জেনেও নিজেকে ঠিক থাকার চেষ্টা করেছেন। আত্মীয়, পরিবার, বন্ধু সবার কখা ভেবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জান সেজেগুজে। প্রতি মুহূর্তে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন বলে জানান তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় তারই একটি কোলাজ ভিডিয়ো পোস্ট করেছেন হিনা খান। ইস্টাগ্রামে পোস্ট করা তার কখা নিয়ে চলছে চর্চা। টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বরৈন, ”আসলে দিন কয়েক আগেই অভিনেত্রী জানিয়েছেন যে, যা শুনে উদ্বিগ্ন তাঁর ভক্তরা। সেখানে নিজের প্রথম কেমোথেরাপির ভিডিও পোস্ট করেছেন খোদ অভিনেত্রী। ভিডিতে  আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গিয়েছে হিনাকে। তিনি বলেন, সমস্ত চলে গিয়েছে। আমি আমার প্রথম কেমোর জন্য প্রস্তুত।” এই ক্লিপটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘ওই অ্যাওয়ার্ডের রাতে আমি আমার ক্যানসার ডায়ানোসিস নিয়ে জানতাম। কিন্তু আমি ঠিক করেছি, বিষয়টাকে স্বাভাবিক রাখার- শুধু আমার জন্য নয়, বরং আমাদের সকলের জন্য। এই দিনটাই সব কিছু বদলে দিয়েছে। মূলত এটাই আমার জীবনের সবথেকে চ্যালেঞ্জিং পর্বের সূচনা।’

যেখানে তাঁকে সেজেগুজে পেনসিল স্কার্ট পরে স্টেজে উঠে আওয়ার্ড নিতে দেখা যাচ্ছে। এমনকি ক্যামেরার সামনে ফটোশ্যুটের জন্য পোজও দিয়েছেন, তারপরই তিনি হাসপাতালে। একদিকে যেমন অ্যাওয়ার্ড নিয়েছেন, আবার তার ঠিক পরপরই হাসপাতালে ছুটেছেন কেমো নেওয়ার জন্য। করিডর দিয়ে হাঁটতে হাঁটতে বলেন, সমস্ত গ্লামার চলে গিয়েছে, এবার আমি হাসপাতালে, প্রথম কেমো নিতে প্রস্তুত। আসুন সুস্থ হয়ে ফিরি।’
প্রভাত/মালি
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন