বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
Proval Logo

নির্ঝরের লেখায় রাহার নির্মাণ, অভিনয়ে মিলেছে দুই বাংলা

প্রকাশিত - ১৪ জুলাই, ২০২৪   ১২:২৪ এএম
webnews24

প্রভাত ডেস্ক : ঢাকার তরুণ সাংবাদিক ও লেখক খায়রুল বাসার নির্ঝরের রচনা ও চিত্রনাট্যে তৈরি হয়েছে ‘কলকাতা ডায়েরিজ’। নামের সঙ্গে কলকাতা থাকলেও এটি নির্মাণের পেছনের মানুষ ছিলেন ঢাকার আরেক তরুণ নির্মাতা রাশেদ রাহা। তবে অভিনয়ে মিলেছে দুই বাংলাই। পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র ও দর্শনা বণিক যেমন আছেন, তেমনি আছেন বাংলাদেশের তরুণ অভিনেতা সিফাত আমিন শুভ। আরো আছেন শান্তিলাল মুখোপাধ্যায়, অভিজিৎ গুহসহ অনেকেই।

পরিচালক জানালেন, ওয়েব ফিল্মটির শুটিং হয়েছে কলকাতার নিউটাউন রাজারহাট অঞ্চলে। তবে কলকাতাজুড়ে শুটিং হলেও মুক্তি পাচ্ছে দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। সেটাও এ মাসেই, ১৮ জুলাই।

গল্প প্রসঙ্গে পরিচালক জানান, অনামিকা সাহা (শ্রীলেখা) একজন সফল উদ্যোক্তা। তার অফিসে কাজ করে শর্মি (দর্শনা)। বোনের মতোই কাছাকাছি সম্পর্ক তাদের। ঘটনাক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় স্ট্যান্ডআপ কমেডিয়ান পিকে (সিফাত আমিন)।

জীবনের নানা জটিলতা পেরিয়ে অনামিকা যদিও এখন একজন সফল নারী, তবু অতীত তার পিছু ছাড়ে না। অনামিকা, শর্মি ও শুভর পারস্পরিক সম্পর্ক ভিন্ন মোড় নেয়, যখন অনামিকার  সাবেক স্বামী সুব্রত জেল থেকে ছাড়া পেয়ে ফিরে আসে। ঘটতে থাকে নানা রকম সব ঘটনা।’

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, ‘আমাদের তিনজনের অনস্ক্রিন-অফস্ক্রিন একটা কেমিস্ট্রিও হয়েছে। কাজটা করে ভালো লেগেছে। এখন কতটা ভালো করতে পারলাম, সেটা দর্শক ভালো বলতে পারবেন।’

কলকাতার আরেক অভিনেত্রী দর্শনা বণিক বলেন, ‘এই ওয়েব ফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা আমার কাছে আলাদা। তার কারণ, আমি প্রথমবার রাশেদ রাহা, শ্রীলেখা মিত্র এবং সিফাত আমিনের সঙ্গে কাজ করেছি। গল্পটা বাংলাদেশে লেখা হয়েছে। কিন্তু পুরো শুটিংটা হয়েছে কলকাতায় ‘এক্সপেরিয়েন্স খুবই ভালো ছিল। কলকাতা ডায়েরিজ মূলত বন্ধুত্বের গল্প, সম্পর্কের গল্প। আজকের দিনের শহরের একটা গল্প। ’

জানা যায়, বিগ আর এন্টারটেইনমেন্টের ব্যানারে কলকাতা ডায়েরিজের প্রযোজনায় আছেন কাজী জাফরিন মুন। সংগীত পরিচালনা করেছেন এহসান রাহী।
প্রভাত/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন