• রবিবার, ২৯ জুন ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ বুয়েটের তৈরি রিকশা শুরুতে চলবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় আইএমএফ ও বিশ্বব্যাংক দুর্নীতির দায় এড়াতে পারে না: আনিসুজ্জামান প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা রোগীদের বিনামূল্যে ১২ কোটি টাকার ওষুধ দেয়ার পরিকল্পনা বিএমইউ’র গাজায় মার্কিন-ইসরায়েলি ত্রাণের আটার বস্তায় আফিমজাত ট্যাবলেট ইসলামি দলগুলো হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি: ইসলামী আন্দোলনের আমির গাইবান্ধায় ফ্রি মেডিকেল ক্যাম্প জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে রোডমার্চ কর্মসূচিকে সংহতি জানিয়ে মিছিল আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘নির্ঝর’

গাজীপুরে পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রভাত রিপোর্ট / ৪৮ বার
আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫

প্রভাত সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ কর্মকর্তার বাবার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পুলিশ কর্মকর্তার বাবা-মাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান মালামাল লুটে নেয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা গ্রামের ব্যবসায়ী নাজমুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষিয়টি নিশ্চিত করেছেন। ডাকাতির শিকার ব্যবসায়ী নাজমুল আলমের মেয়ে আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত।
ব্যবসায়ী নাজমুল আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জনের ডাকাত দল বাড়ির নিচতলার পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা দোতলায় উঠে দরজা ভেঙে ব্যবসায়ী ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ চার লাখ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান মালামাল লুটে নেয়। খবর পেয়ে ব্যবসায়ীর মেয়ে রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা বাবার বাড়ি কালিয়াকৈরের মধ্যপাড়া ইউনিয়নের ঠেঙ্গারবান্দা গ্রামে আসেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও